গোমস্তাপুরে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমলয় পদ্ধতিতে চাষাবাদকৃত জমির বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কাটা-মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রামের একটি ক্ষেতে এই ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ উপলক্ষে একই স্থানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী।
অন্য অতিথিদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষক ইমরুল কায়েশ বক্তৃতা করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও অন্য কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহো গ্রাম এলাকায় ৫৫ জন কৃষককে নিয়ে ৫০ একর জমিতে প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। ওই জমিতে প্রদর্শনী হিসেবে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান-৮৮ রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ করা হয়েছিল। এখন কম্বাইন হারভেস্টারের মাধ্যমে তা কাটা-মাড়াই শুরু হলো। তিনি আশা করছেন, এবার বাম্পার ফলন হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম, আমের পাশাপাশি ধানের উৎপাদন ভালো হয়। ভালো উৎপাদনের ফলে দেশের অন্যান্য এলাকায় চাহিদা মিটিয়ে থাকে এই অঞ্চলের ধান। আমরা দেখলাম, কীভাবে যান্ত্রিক পদ্ধতিতে ধান কর্তন করা হয়। এর আগে যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণ করা হয়েছিল। এগুলো আসলেই প্রদর্শনী। আপনাদের দেখানো ও জানানো। আপনাদের উদ্বুদ্ধ করানো হলো এই কর্মসূচির মাধ্যমে। তিনি বলেন, যদি আগের পদ্ধতিতে শ্রমিককে টাকা দিয়ে ধান কাটতেন, তাহলে একদিনে কতটুকু ধান কর্তন করতে পারতেন। এই পার্থক্যটা কতটুকু, চোখের সামনে দেখতে পাচ্ছেন। কৃষি কর্মকর্তা বলে গেছেন, ২ থেকে ৩ বিঘা জমি কর্তন করতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এতে আপনারা উৎসাহী হন। সময়, শ্রমিক কম লাগছে। আমরা যদি সমলয় পদ্ধতি ব্যবহার করতে পারি, তাহলে সবুজ বিপ্লব বাস্তবায়ন ঘটানো সম্ভব।
এর আগে জেলা প্রশাসক গোমস্তাপুর ইউনিয়নে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট (জৈব সার তৈরি) ও রহনপুর ইউনিয়নের বংপুরে পলিনেট হাউস পরিদর্শন এবং পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুষ্টি বাগানের উদ্বোধন করেন।