গোমস্তাপুরে এবার দ্বিগুণ জমিতে সরিষার চাষাবাদ

97

গোমস্তাপুর উপজেলায় গত বছরের তুলনায় এবার ২ হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। চলতি বছর লক্ষ্যমাত্রায় চেয়ে উৎপাদন বেশি হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন। চলতি বছর উপজেলায় সরিষার আবাদ হয়েছে ৪ হাজার ৭৯০ হেক্টর জমিতে। জাতের মধ্যে সর্বাধিক চাষ বৃদ্ধি পেয়েছে বারি সরিষা ১৪। এদিকে গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠগুলোতে চোখ পড়ছে হলুদের সমারোহ। গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাসহ চৌডালা, গোমস্তাপুর, রহনপুর, বোয়ালিয়া, আলিনগর, বাঙ্গাবাড়ী, পার্বতীপুর ও রাধানগর ইউনিয়নের বিস্তীর্ণ মাঠগুলো ঘুরে দেখা গেছে সরিষা চাষাবাদ ভাল করেছেন কৃষকেরা। উপজেলায় টরি সরিষা ৭- ৪২০ হেক্টর, বারি ১৪- ২৮৭৫ হেক্টর, বারি ১৫- ১০ হেক্টর,বারি ১৭-২৫০ হেক্টর, বারি ১৮- ৩২০ হেক্টর, বিনা ৯- ১৫০ হেক্টর, বিনা ৪- ৩০৫ হেক্টর, বারি ৯- ৪১০ হেক্টর, বিএডিসি ১- ৫০ হেক্টর, রনি ১০- ০.১৩ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, এবছর প্রণোদনা বীজ ও রাসায়নিক দেয়া হয়েছে ৪ হাজার ৬০০ জনকে। এছাড়া বিভিন্ন প্রকল্পের ৬২৮ জনকে প্রদর্শনী বীজ দেয়া হয়েছে।