গোমস্তাপুরে একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা

44

গোমস্তাপুরে একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা দিয়েছে চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি। আজ বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরে ওই কোম্পানির কারখানায় এই সংবর্ধনা দেয়া হয়। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান মিসেস সায়েরা বেগম। সংবর্ধনা সভায় বক্তব্য দেন সংবর্ধিত একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ ফিটু, পরিচালক শাহরিয়ার শামস, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল হক শ্যামল, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা মকবুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান, প্রভাষক জিন্নুর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যরা। সাদামনের মানুষ ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক বলেন, মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়ে তিনি সমাজসেবায় কাজ করে যাচ্ছেন। তিনি আজ সার্থক হয়েছেন। জন্মের পর থেকে তিনি এত খুশি কোনদিন হয়নি, যতটা খুশি ২০ ফেব্রয়ারী হয়েছি। তার শৈশব কাল কেটেছে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। যতদিন বেচে থাকবেন শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি সহযোগিতা করে যাবেন। তিনি উপস্থিত সকলকে নিজনিজ অবস্থান থেকে মানুষের পাশে থাকতে বলেন।