গোমস্তাপুরে উপহারভোগীসহ ১৫০ জন পাচ্ছেন বিনামূল্যে সবজি বীজ

86

গোমস্তাপুরে আশ্রয়ন প্রকল্পের উপহারভোগীদের মধ্যে কৃষি প্রণোদনার সবজি বীজ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর আশ্রয় প্রকল্পে এগুলো বিতরণ করা হয়। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য দেন, উপজেলা প্রনিসম্পদ কর্মকর্তা কাওসার আলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপকারভোগি ফিরোজ আলি, মারুফা খাতুনসহ অন্যরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগী পরিবারের মধ্যে পারিবারিক পুষ্টি নিশ্চিতের শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির লক্ষ্যে সবজি বীজ, বেগুন টমোটো, লালশাক ও পালন শাক বিতরণ করা হয়েছে। বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর আশ্রয় প্রকল্পের ১১৬ জন উপহারভোগীসহ মোট ১৫০ জনকে এই সবজির চারা তুলে দেয়া হয়েছে।