গোমস্তাপুরে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ

142

গোমস্তাপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭, রহনপুর শাখায় দুই দিনব্যাপী উত্তম ব্যবস্থাপনায় কার্প-জাতীয় মাছসহ অন্যান্য মাছ চাষ বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ও আজ অনুষ্ঠিত প্রশিক্ষণে ২৫ জন নারী ও পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ প্রদান করেন গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, ভোলাহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ ও এমদাদুল হক।এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর শাখার ব্যবস্থাপক  জামাল উদ্দিন অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের (মৎস্য খাত) অর্থায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের (মৎস্য খাত) আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মসূচির আয়োজন করে।