গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক
গোমস্তাপুরে চলতি রোপা আমন মৌসুমে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এই উপলক্ষ্যে আজ সকালে উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর আয়োজিত বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, কৃষক রবিউল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য চলতি ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২/২০২৪/২৫ মৌসুমে রোপা আমণ ধান চাষাবাদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি উফসি রোপা ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।