গোমস্তাপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও যুব ঋন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রাটি বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ। অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কুমার প্রামাণিক, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, যুব সংগঠক ও রহনপুর মুক্তমহাদলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন নাদিম ও যুবক মাহফুজ আহমেদ নিরব। আলোচনা শেষে গাভী পালনে প্রশিক্ষণ প্রাপ্ত আশিক ও সেলাই মেশিনে প্রশিক্ষণার্থী তোসলিমা খাতুনকে ১ লাখ করে যুব ঋনের চেক তুলে দেন অতিথিরা।