গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন সভাপতিত্বে, বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতাব হোসেন মৃধা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি জুয়েল রানাসহ অন্যন্যরা।