Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

গোমস্তাপুরে আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে আদিবাসীদের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার সার্বজনীন ধোবাপুুকুর আদিবাসী শশ্মানঘাট ও মন্দির কমিটির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মিশনমোড় থেকে শুরু হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন নাচোল আদিবাসী একাডেমির সভাপতি যতীন হেমব্রম, চাঁপাইনবাবগঞ্জ মুক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, উত্তরবঙ্গ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি শ্রী দুলাল কর্মকার, রাজশাহী লাহান্তি ফাউন্ডেশনের পরিচালক এভারেষ্ট হেমব্রম, আদিবাসী নেত্রী অনিতা রাজোয়ার, আরতী খালকো প্রমুখ। সমাবেশে বক্তারা আদিবাসী পল্লীতে হামলায় জড়িত ভূমিদস্যু আঃ হান্ননসহ বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ইউএনওকে প্রদান করে আদিবাসী নেতৃবৃন্দ। উল্লেখ্য গত শনিবার গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের নিসকালিপুর মৌজার একটি খাস পুকুর পাড়ে অবস্থিত আদিবাসীদের কবরস্থান, শশ্মানঘাট ও মন্দির এলাকায় আদিবাসী পল্লীতে ভূমিদস্যু আঃ হান্নানের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ৫ জন আদিবাসী আহত হয়। আহত আদিবাসীরা বর্তমানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় এখনও কোন এজাহার দায়ের হয়নি বলে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান। এ ঘটনায় অভিযুক্ত আঃ হান্নানের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Exit mobile version