এবার গোমস্তাপুরে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ
চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে কমিউনিটি সংলাপগুলোর আয়োজন করছে রেডিও মহানন্দা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের চাঁদপুর বাহাদুর পাড়া গ্রামে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- গ্রামে মন্দির নির্মাণ, অরক্ষিত শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপন, শ্মশান পর্যন্ত রাস্তা নির্মাণ, গ্রামে ড্রেনের ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা করা ও আদিবাসী এলাকার সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়ার ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি ছিলেন- সহকারী জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ, গ্রামের মোড়ল রনজিত মন্ডল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।