গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের আয়োজন করে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও ওই মহল্লার চার জামায়াত। এতে স্থানীয় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমন। বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা, উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তাজামুল হক, উপদেষ্টা ব্যবসায়ী জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম এবং স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন।
বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রহনপুর এলাকায় চলমান অসামাজিক কার্যকলাপ বন্ধ করা ও মাদক ব্যবসায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।