গোমস্তাপুরের ৮ ইউনিয়নের ভোট গ্রহন সম্পন্ন

140

গোমস্তাপুরে ৮টি ইউনিয়নে ৮৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দেন । কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আজ কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, সকাল ৮টা থেকে প্রতিটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়। পুরুষ ভোটারের উপস্থিত কম থাকলে মহিলা ভোটারের উপস্থিতির হার ছিল বেশি। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্য প্রার্থীরা স্বস্ব ভোটকেন্দ্রে ভোট দেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রতিটি ইউনিয়ন টহলে রয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভোটাররা ৮৬ ভোটকেন্দ্রে শান্তি ও সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথমবার গোমস্তাপুর ইউনিয়ন ইলেক্টিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। গোমস্তাপুর  উপজেলার ৮টি ইউনিয়ন মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন।