গোমস্তাপুরের ৮ইউনিয়নে স্বতন্ত্রসহ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

107

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়নে মধ্যে ২টি আওয়ামীলীগ ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। গতরাতে ৪ জন রিটার্নিং কর্মকর্তা বিজয়ীদের বেসরকারিভাবে নাম ঘোষণা করেন। বিজয়ীরা হলেন, গোমস্তাপুরে আওয়ামী লীগের জামালউদ্দিন নৌকা প্রতীকে ৯ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী বিএনপি নেতার ছেলে আব্দুল্লাহ আল রায়হান চশমা প্রতীকে ৭ হাজার ৯২২ ভোট পেয়ে দ্বিতীয়, অপর বিএনপি নেতা আনোয়ার হোসে ঘোড়া প্রতীকে ৫ হাজার ১৭৪ ভোট পেয়ে তৃতীয় ও আওয়ামীলীগের বিদ্রোহী আবুল কালাম আজাদ মিঠু ২হাজার ৫০৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। রহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনিরুজ্জামান আনারস প্রতীকে ৪হাজার ৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রার্থী ওবাইদুর রহমান চশমা প্রতীকে ৩ হাজার ৯০৩ ভোট ও তোফিজুল ইসলাম নৌকা প্রতিকে ৩ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
চৌডালা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া হাবিব আনারস প্রতীকে ৮হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত, নিকতম প্রার্থী আওয়ামী লীগের আনসারুল হক নৌকা প্রতীকে ৮ হাজার ১৮১ ভোট পেয়ে দ্বিতীয়, স্বতন্ত্র প্রার্থী জামাত নেতা নুরে আলম সিদ্দিকী ৫হাজার ৯৮ ভোটে তৃতীয় ও স্বতন্ত্র প্রার্থী শামিম আরা চশমা প্রতীকে ৪৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের শামিউল আলম নৌকা প্রতীকে ৯ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী জিল্লুর রহমান লালু আনারস প্রতীকে ৪হাজার ৪৪৯ ভোট পেয়ে দ্বিতীয়, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সালেহউদ্দিন মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৮৫৪ ভোট পেয়ে তৃতীয়।
বাঙ্গাবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শহিদুল ইসলাম আনারস প্রতীকে ৯ হাজার ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী আওয়ামীলীগের সাদেরুল ইসলাম নৌকা প্রতীকে ৬ হাজার ৩৩৩ ভোট পেয়ে দ্বিতীয় ও আওয়ামীলীগ বিদ্রোহী আজিমুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ২২০ ভোট পেয়ে তৃতীয়।
আলিনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবুল কাশেম মুহাম্মদ মাসুম আনারস প্রতীকে ৩হাজার ৮৪৮ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী সরফরাজ নেওয়াজ চশমা প্রতীকে ৩ হাজার ৩৫৫ ভোট পেয়ে দ্বিতীয়, আওয়ামীলীগ প্রার্থী তরিকুল ইসলাম নৌকা প্রতীকে ৩ হাজার ১৩৩ ভোট পেয়ে তৃতীয়।
রাধানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিউর রহমান আনারস প্রতীকে ১৩ হাজার ৬ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী আওয়ামীলীগের মামুনুর রশিদ নৌকা প্রতীকে ৯ হাজার ৮৪১ ভোট পেয়ে দ্বিতীয়।
পার্বতীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আনারস প্রতীকে ১১ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রার্থী আওয়ামীলীগের নৌকা প্রতীকে লিয়াকত আলী খান ১০ হাজার ৬৬৪ ভোট পেয়ে দ্বিতীয় ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম চশমা প্রতীকে ২৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।