গোমস্তাপুরে ভোটকেন্দ্র বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময়

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় গোমস্তাপুরের ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের লক্ষে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। আজ গোমস্তাপুর থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ক্যামেরা ব্যবহারকারী অফিসারদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার হয়। গোমস্তাপুর ওসি আব্দুল বারিক জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় গোমস্তাপুর থানার বিভিন্ন ভোটকেন্দ্র বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়। পরে ব্যবহারকারী অফিসারদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা দেওয়ার হয়। তিনি আরও জানান, গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ ৫০টি ভোটকেন্দ্র দায়িত্বরত অফিসারের কাছে এই বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। পুলিশের হেডকোয়াটার্স এটা নিয়ন্ত্রণ করবে।