গোমস্তাপুরের বোয়ালিয়ায় গণহত্যা দিবস পালিত

326

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বিকেলে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক উপাধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা.আশরাফুল হক চুনু, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড আব্দুস সামাদসহ অন্যান্যরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি চীফ কমার্শিয়াল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১২ টি গ্রামে একযোগে নির্মম হত্যা কান্ড চালায় হানাদার পাকবাহিনী। এতে প্রায় ৩শতাধিক নর-নারী হত্যাকান্ডের শিকার হয়। স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে ১ম বারের মত দিবসটি উদ্যাপন করা হল।