Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

গোমস্তাপুরের বিবিষন সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

গোমস্তাপুরের বিবিষন সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২ঘন্টা ব্যাপি বিভিষন সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক বাংলাদেশের পক্ষে ১৮ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৬, বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খাদেমুল বাশার ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৬০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এইচ এন জোশী। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তে পরিস্থিতি, মাদক পাচাররোধ, ভারত থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ বাংলাদেশের অভ্যন্তরের প্রবেশ রোধ,অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের পুলিশের নিকট সোপর্দ না করে নিকটস্থ বিজিবি বিওপি’র নিকট হস্তান্তর, সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ সম্বলিত টহল জোরদারকরণ এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে সীমান্তে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Exit mobile version