গোমস্তাপুরের আলিনগর ইউনিয়ন রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে

525

গোমস্তাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পূণর্ভবা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানির তোড়ে মঙ্গলবার আলিনগর ইউনিয়ন রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। ফলে ওই ইউনিয়নের শত শত বিঘা জমির ফসল, বাড়ীঘর ও মৎস্য ক্ষেত্র চুড়ইল বিলের মাছ হুমকির মুখে পড়েছে। আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, সোনাতলা বাঁধের বেশ কয়েকটি অংশ ঝুঁকিপূর্ণ ছিল। এরমধ্যে সকালে ওই বাঁধের একটি অংশ ভেঙ্গে পানি প্রবেশ করে। এছাড়া জনপদে বন্যার পানি প্রবেশ রোধে বিভিন্ন কালভাট ও সেতুর নিচে অস্থায়ী বাঁধ দেয়া হচ্ছে। এদিকে, পূণর্ভবা নদীর পানি গতকাল সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৩ সেন্টিমিটার পানি বাড়লেও দুপুরের পর থেকে পানি বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে। তবে সন্ধ্যা ৬টায় রহনপুর রেল ব্রিজ পয়েন্টে পূণর্ভবা নদীর পানি বিপদ সীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া পূনর্ভবা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলায় বন্যার্তদের মাঝে সরকারী ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বোয়ালিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবরসহ অন্যান্যরা।