গোবরাতলায় আই এফ এম সি’র মাঠ দিবস অনুষ্ঠিত

284

জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর-খিন্নিতলায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট আইএফএমসি এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বিকেলে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম তাজকির-উজ-জামান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. জাহাঙ্গীর ফিরোজ, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান, প্যানেল চেয়ারম্যান তাসেম আলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম। অনুষ্ঠানের শুরুতেই আই এফ এম সির প্রশিক্ষণার্থীদের করা বুথ পরিদর্শন করেন অতিথিবৃন্দ। যার মধ্যে ছিল, হাঁস-মুরগি পালন, সমন্বিত ধান চাষ ব্যবস্থাপনা, খামার ব্যবস্থাপনা, আধুনিক পদ্বতিতে ছাগল ভেড়া গরু পালন, বসতবাড়িতে বাগানসহ কৃষক সংগঠক ও মাঠ চাষ সম্পর্কিত ৬টি বুথ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে আমাদেরকে সবগুলো প্রাকৃতিক উপাদানের সদ্ব্যব্যবহার করতে হবে। সরকারের দিকে না তাকিয়ে থেকে নিজেদেরকেই নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। সেটি নিশ্চিত হলেই উৎপাদন যেমন বাড়বে, সেসব কৃষি পন্য দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। সর্বোপরি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। সভাপতির সমাপনী বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ শেষ করে আপনারা যা শিখেছেন, তার বাস্তবে প্রতিফলন ঘটাতে পারলেই আমরা সার্থক। আপনাদের এই প্রশিক্ষণ শেষে একেকজন সফল কৃষক হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাথতে পারবেন। অনুষ্ঠানে আই এফ এম সি’র আওতায় ৬ মাসের প্রশিক্ষণ শেষে ২৫টি পরিবারের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়াও প্রত্যেক সদস্যের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে ১হাজার ৫শ করে টাকা প্রদান করা হয়।