গোবরাতলার আমারকে শসা চাষ বিষয়ক মাঠ দিবস

চাঁপাইনবাবগঞ্জে মালচিং পেপার ব্যবহার করে শসা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলার আমারকে প্রয়াসের কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাদুল হক।
এসময় তিনি বলেন, ফসলের ক্ষেতে আর্দ্রতা সংরক্ষণে মালচিং বিশেষভাবে উপকারী। এ প্রযুক্তি ব্যবহারে ফসলে পানি সূর্যের তাপ ও বাতাসে দ্রুত উড়ে যায় না। ফলে জমিতে রসের ঘাটতি হয় না এবং সেচ লাগে অনেক কম। মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় ১০ থেকে ২৫ ভাগ আর্দ্রতা সংরক্ষণ করা সম্ভব হয়।
তিনি আরো বলেন, এ পদ্ধতি ব্যবহার করে নিরাপদ উপায়ে সবজি চাষ করা যায়। খরচ কম লাগে এবং জমিতে আগাছা কম জন্মে। মালচিং পদার্থের পুরুত্ব বেশি হলে তা গাছপালার অনাকাক্সিক্ষত মূল গজাতে সহায়তা করবে। এমনকি সঠিক মালচিং প্রয়োগে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়।
এই বৈজ্ঞানিক কর্মকর্তা আরো বলেন, শীতকালে মালচিং ব্যবহার করলে মাটিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখা সম্ভব হয় এবং গরমকালে মাটি ঠাণ্ডা থাকে, এমনকি বেশ কিছু পোকামাকড়ের আক্রমণও রোধ করা যায়। সবচেয়ে বড় কথা, মালচিং প্রযুক্তি ব্যবহার করলে পানি লাগে অনেক কম। সেচ খরচ বাঁচে, লাভ হয় বেশি।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি ইউনিটের (কৃষি খাত) সহযোগিতায় এর আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
মাঠ দিবসে অন্যানোর মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা।
এসময় অন্যানোর মধ্যে প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।