গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

সদর উপজেলার গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। গতকাল এই প্রশিক্ষণ শুরু হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণ দেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর মাসুম রেজা। সূচনা বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।