গেইলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রিয়াদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ছক্কার মাইলফলক স্পর্শ করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২০০ ছক্কার মালিক হন। অভিজ্ঞ এই ক্রিকেটার এবার ইউনিভার্স বস ক্রিস গেইলকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন।
মারকুটে ব্যাটার হিসেবে ক্যারিয়ারে খ্যাতি পাওয়া গেইল ওয়ানডেতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কার মালিক। তাকে ছাড়িয়ে যেতে রিয়াদের আর মাত্র ২ ছক্কা হাঁকানো প্রয়োজন। টাইগারদের সঙ্গে ক্যারিবীয়ান ব্যাটিং দানবের রয়েছে ২০টি ছক্কা। রিয়াদের নামের পাশে ১৯টি ছক্কা রয়েছে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ওয়ানডেতে সাইলেন্ট কিলার নামে খ্যাত এই খেলোয়াড় সেই কীর্তি গড়ে ফেলতে পারেন। ওয়ানডে ফরম্যাটে দুই দলের লড়াইয়ে তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ এবং বাংলাদেশের সৌম্য সরকার। তারা দুজনেই ১৪টি করে ছক্কা মেরেছেন।