গৃহ হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

151

চাঁপাইনবাবগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৩০টি ক- শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত ঘর হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বুধবার স্ব স্ব উপজেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, আগামীকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন এবং নতুন করে ৭৬টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হবে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে ১৩ টি গ্রহ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফ করেন ইউএনও আসমা খাতুন।
এ সময় গোমস্তাপুর উপজেলার ৪টি সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।