গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১
লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে গতকাল সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেকে। বাসটিতে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি এখানকার ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। স্থানীয় সময় ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বাসটি পুয়েন্তে দে বেলিসে সেতু থেকে ছিটকে পড়ে রাজধানীর উত্তর প্রবেশপথে এক নদীতে গিয়ে পড়ে, যা দূষিত বর্জ্যে ভরা ছিল।