গাড়ি থেকে নেমে মাছ ধরলেন মন্ত্রী

609

জেলের জাল ফেলে মাছ ধরার দৃশ্য দেখে হঠাৎ ছেলে বেলায় ফিরে গেলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নিজেকে ধরে রাখতে পারলেন না, গাড়ি থেকে নেমে হাতে তুলে নিলেন জাল। খালে তা ফেলতেই উপস্থিত সবার মধ্যে উল্লাস। এরপর নিজ হাতে জাল টানলেন সরকারের প্রভাবশালী মন্ত্রী। তাতে বেশ কয়েকটি মাছও উঠল। এ সময় প্রাপ্তির সফলতায় মন্ত্রীর চোখমুখ চিকচিক করছে। নিজ হাত তাজা মাছের শরীর ছুঁইয়ে দেওয়ার তৃপ্তিও যেন উঠে এলো আ হ ম মুস্তফা কামালের অভিব্যক্তিতে। জানা গেছে, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা দক্ষিণ সদর ও নাঙ্গলকোটে যান পরিকল্পনামন্ত্রী। তার গাড়িবহর হঠাৎ নাঙ্গলকোটের আলিয়ারা, হাসানপুর ও পৌঁছুরের মাঝামাঝি ডাকাতিয়া নদীর গাগুর খাল এলাকায় থেমে যায়। একই সময়ে ওই খালে জাল দিয়ে মাছ ধরছিলেন এক জেলে। গাড়ি থেকেই মন্ত্রীর চোখ পড়ে জেলের ওপর। এরপর মাছ ধরার লোভ সামলাতে না পেরে মন্ত্রী গাড়ি থেকে নামেন। জেলের কাছ থেকে জাল চেয়ে নিজেই তা খালে ফেলেন। সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত মন্ত্রী বেশ কিছুক্ষণ জাল মেরে মাছ ধরেন। পরিকল্পনামন্ত্রীর জাল ফেলার দক্ষতা দেখে উপস্থিত সবাই তাকে বাহবা দেন। বলাবলি করতে থাকেন, মন্ত্রণালয় চালানোর মতই জাল ফেলে মাছ ধরাতে দক্ষ মন্ত্রী।