গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অব্যহত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জমান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ কর্মসূচী অব্যহত রয়েছে। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলা ডাকবাংলোর সামনে তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। ঘন্টারও বেশী সময় ধরে চলা মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক বারিউল ইসলাম, জালাল উদ্দিন, আমিনুল ইসলাম সোনা,ইমরান আলী,সেতাউর রহমান,শামসুন্নাহার সোহানা, উপজেলা সুজন’র সদস্য মাসুম বাঙ্গালী, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, চিকিৎসক মুরাদ হোসেন, শ্রমিক নেতা আল আমিন সহ অন্যান্যরা। বক্তরা বলেন, দেশ কাঁপানো এই নির্মমতায় জড়িত কয়েকজন চিহ্নিতকে গ্রেপ্তারের পর তাদের দম্ভোক্তিতে দেশের নাগরিকরা হতবাক হয়েছেন। দেশে সভ্যতা এখন ভূ-লুণ্ঠিত। ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী, প্রমাণ এমনকি ভিডিও ফুটেজ রয়েছে। কাজেই এ ঘটনার বিচারে কালক্ষেপণের কোন সূযোগ নেই। অবিলম্বে এর বিচার সম্পন্ন করা উচিত। সাথে সাথে ঘটনায় জড়িতদের পেছনে শক্তির মদদদাতাদরও শাস্তির আওতায় আনতে হবে। উল্লেখ্য এ ঘটনায় গত রবিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে শতাধিক সাংবাদিক বিক্ষোভ ও মানববন্ধন করেন।