গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫
গাজা সিটির শুজায়া এলাকার আবাসিক ভবনগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ৫৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে ৮০ জন নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার গাজার শুজায়া এলাকার একাধিক বসতবাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলের বোমা হামলার শব্দ থেকেই বোঝা যাচ্ছিল তারা গণহত্যা চালাচ্ছে। গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, আবাসিক ভবনে ইসরায়েলি হামলার পর আটকে পড়া জীবিতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জামের অভাব থাকা সত্ত্বেও জরুরি কর্মীরা ‘তাদের যথাসাধ্য চেষ্টা’ করছে। বাসল বলেন, “ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক ডজন মানুষ আটকা পড়ে আছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।” তিনি বলেন, “ইসরায়েল গাজায় যন্ত্রপাতি আসতে দিতে চায় না। যতক্ষণ পর্যন্ত এই সরঞ্জাম আসতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দুর্ভোগ অব্যাহত থাকবে।” দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্চ মাসের মাঝামাঝি থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলের বিমান হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার ৭০০ জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত সপ্তাহে গাজায় হামলা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭০০ ছাড়িয়েছে। নিহত ও আহতদের বেশিরভাগই নারী ও শিশু।