01713248557

গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের ম্যাথর পাড়া মোড়ে গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদ- দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। আজ বিকেলে তাকে এই দ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত ব্যাক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাফিন আলী। মোবাইল কোর্টে উপস্থিত থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, বিকেলে বালুবাগান এলকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব নেতৃত্বে এই মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময় গাঁজাসহ আটক করে মোবাইল কোর্টে বিচার করা হয়। বিচারে তাকে ১ মাসের কারাদ- ও ২০০ টাকা করে অর্থদ- প্রদান করা হয়।