গলায় কাঁটা বিঁধলে যা করবেন?

383

কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। বাঙালির কাছে মাছ অত্যন্ত পছন্দের খাবার। তবে অনেকে কাঁটার ভয়ে মাছ থেকে দুরে থাকেন। আবার অনেকের ভাল লাগা থেকে মাছ পেলে খায়েশ করে খান। ঠিক এই রকমই জমিয়ে খেতে বসেছেন কেউ, এমন সময় গলায় বিঁধলো কাঁটা! কী করবেন তখন ভেবে পাচ্ছেন না? তাহলে চলুন জেনেনি গলায় মাছের কাঁটা বিধলে কী করবেন?

*গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান, লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে এই মিশ্রণ খেলে কাঁটা নরম হয়ে নামবে সহজে।

*গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে পিছলে নেমে যাবে কাঁটা।