গরুর লাইভ ওজন বের করার পদ্ধতি

294

আজকাল অনেকেই গরু মোটাতাজাকরণ করছেন। গরু মোটাতাজাকরণ একটি লাভজনক পেশা। গরু মোটাতাজাকরণ করতে গিয়ে অনেকে বুঝতে পারেনা গরুর লাইভ ওয়েট কি অবস্থায় আছে। লাইভ ওয়েট বের করার নিয়ম জানা থাকলে একজন খামারি বুঝতে পারেন গরুর বর্তমান অবস্থা সম্পর্কে। আসুন জেনে নেই কিভাবে আপনি আপনার গরুর ওজন নির্ণয় করতে পারেন খুব সহজেই।

গরুর আনুমানিক ওজন বের করতে আপনার প্রয়োজনীয় উপকরন যা যা লাগবে:

১. গজ/ফিতা
২. ক্যালকুলেটর

জি এই দুইটা জিনিষ থাকলেই আপনি বের করে নিতে পারবেন আপনার গরুটির আনুমানিক ওজন কত।

গরুর ওজন নির্ণয়ের জন্য আপনাকে কয়েকটি কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হবে।যেভাবে শুরু করবেন-

আপনি যে গরুটার ওজন নির্ণয় করতে চাচ্ছেন, সেই গরুকে প্রথমে সোজা করে দাড়া করান। সকালে গরুকে খাবার দেবার আগে ওজন নেয়া উত্তম, এতে সঠিক ওজন সম্পর্কে ধারনা পাওয়া যায়।

প্রথমেই আপনি ছবিতে দেখানো মত একটি গজ/ফিতার সাহায্যে গরুর সামনের পাজরের উঁচু হাড় থেকে পশ্চাৎদেশ পর্যন্ত দৈর্ঘ্য(L) মেপে নিন।

এরপর আমরা যেভাবে কোমরের মাপ নেই সেভাবে গরুটির বেড়(G) মেপে নিন। দৈর্ঘ্য(L) আর বেড়(G) মাপা হয়ে গেল, এবার আমরা হিশাব করে ফেলতে পারব গরুটির আনুমানিক ওজন কত।

গরুর ওজন হবে= (L X G X G)/660 কেজি

ধরে নিলাম আপনার গরুটির দৈর্ঘ্য ৫১ইঞ্চি এবং বেড় ৫৬ ইঞ্চি।

তাহলে গরুর আনুমানিক ওজন হবে , (৫১X৫৬X৫৬)/৬৬০ = ২৪২.৩৩ কেজি. —-