গরিব শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে চাল বিতরণ

152

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দ থেকে গরিব শিক্ষার্থীদের অভিভাকের মাঝে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চালগুলো রবিবার জেলা শহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০টি ও সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা উচ্চ বিদ্যালয়ের ২৭২টি গরিব শিক্ষার্থীর পরিবারের প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেয়া হয়। গতকাল দুপুর ১২টার দিকে শহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন গরিব শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে দেবেন্দ্র নাথ উরাঁও। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মৌদুদ আলম খাঁ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সালামত হোসেন, প্রধান শিক্ষক মোসা. ফারুকা বেগম, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক সাবিনা পারভিন। অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত হড়মা উচ্চ বিদ্যালয়ে চালগুলো বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। তিনি জানান, আজ (গতকাল) রবিবার ২৭২টির মধ্যে ১৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।