গবেষণা ও ডকুমেন্টেশনের জন্য আলকাপ গানের চিত্রধারণ করলেন বিসিএস(তথ্য) ৩৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীবৃন্দ

127

বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী আলকাপ গান নিয়ে গবেষণা ও ডকুমেন্টেশনের অংশ হিসেবে আলকাপ চিত্রধারণ করলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউ এর বিসিএস(তথ্য) ৩৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীবৃন্দ। আজ বিকেলে গোবরাতলা ইউনিয়নের পলশা-মহেশপুর জেলেপাড়ায় প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় আলকাপ গানের চিত্রধারণ করেন তারা। ডকুন্টেশেন অংশ নেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বিসিএস(তথ্য) ৩৮তম ব্যাচের ২০ জন প্রশিক্ষণার্থীবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মারুফ নাওয়াজ, উপ-পরিচালক সোহেল পারভেজ, গণসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সালাম, রেডিও মহানন্দার টেকনিক্যার অফিসার সহ অন্যরা।