Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ জাপানের মুদ্রাস্ফীতি

জাপানের মুদ্রাস্ফীতি গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে দেশজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। ব্যাংক অব জাপানের লক্ষ্যের চেয়েও দ্বিগুণ বেড়েছে দেশটির মূল্যস্ফীতি। সবমিলিয়ে গত মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ৪ শতাংশ।

জীবনযাপনের খরচ কমাতে জাপানের কেন্দ্রীয় ব্যাংককে ভবিষ্যতে সুদের হার আরও বাড়াতে হতে পারে।

জাপানের অর্থনৈতিক গবেষক ডামিয়ান থং বলেছেন, ‘উৎপাদকের খরচে সাথে পাল্লা দিয়ে ভোক্তাদের খরচও বাড়ছে কিন্তু বর্তমানে কোম্পানিগুলো ভোক্তাদের ওপরই খরচ চাপাচ্ছে।’

শুক্রবার জাপানের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৯৮১ সালের পর এবারই প্রথম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মুদ্রাস্ফীতি। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যের চেয়েও যা দ্বিগুন বেশি।

তারপরও সার্বিক দিক বিবেচনায় জাপানের মুদ্রাস্ফীতি অনান্য বড় অর্থনীতির তুলনায় বেশ কম।

Exit mobile version