গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ। বুধবার বেলা ১১টায় জেলাশহরের বাতেনখাঁর মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। গণঅধিকার পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান সায়েম, গোমস্তাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আজিজুর রহমান ও সাবেক ছাত্রনেতা রাতুল হাসান নিশান। সমাবেশে বক্তারা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি জানান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত শহীদদের সঠিক তালিকা তৈরি করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান বক্তারা। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।