গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিল আইইডিসিআর

124

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শনিবার করোনাভাইরাস বিষয়ক সর্বশেষ অবহিতকরণ সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন সংস্থাটির মহাপরিচালক মীরজাদী সেব্রিনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমীনুল হাসান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা বলেন, ২১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৮ জনকে সন্দেহজনক ভাবে আইসোলেশনে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মাত্র তিনজন আইসোলেশনে রয়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে কেউ এলেই যে তার মধ্যে সংক্রমণ রয়েছে তা ঠিক নয়, কিন্তু সাবধানতা নিতে হবে। তাই বিদেশ থেকে এলে নিজস্ব গাড়ি ব্যবহার এবং গাড়ির জানালা খুলে রাখার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বিদেশ থেকে কেউ এলে পরিবারের সবাইকে বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যত কম মানুষ সেই গাড়িতে থাকবেন ততই ভালো।