গণতান্ত্রিক পরিবেশ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না : এরশাদ

464

গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত দলের পরিচিতি সভায় এরশাদ এই মন্তব্য করেন। এরশাদ আরো বলেন, কত সিস্টেম, কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। কারো কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যারা সার্কভুক্ত দেশ, সার্কের আটটি দেশ, তাদের যে প্রতিকূলতা রয়েছে, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে একটি গণতান্ত্রিক সংস্কৃতি তারা তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা পারি নাই। কেন পারব না আমরা? পারতে হবে। এই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে সুষ্ঠু নির্বাচন কখনো হতে পারে না। সব দলের অংশগ্রহণে আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এ সময় আশা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সংগঠন শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান তিনি। এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছু রাজনৈতিক দল জোটে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। জাতীয় পার্টির প্রার্থী নেই, কর্মীও নেই বলে মন্তব্য কওে এরশাদ বলেন, ঢাকার ১৮টি আসনের মধ্যে মাত্র দুজন প্রার্থী রয়েছেন। এরশাদ বলেন, প্রার্থী তৈরি করতে হবে, কর্মীও তৈরি করতে হবে। যারা আছেন তাদের মাঠে নামতে হবে। লোকজন নির্বাচনে ভোট দিতে আসবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী তৈরি করতে হবে। মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।