গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। স্মরণ সভার শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত-নিহতদের স্মরণে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল মাহমুদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা এসএম মাহমুদুর রশিদ, পুলিশ সুপার রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা আহ্বায়ক আব্দুর রাহিমসহ জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে জেলা পরিষদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সহায়তায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ১১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে ও ২ শহীদদের পরিবারকে ১ লক্ষ টাকা করে নগদ চেক তুলে দেন অতিথিরা।
শেষে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত সুস্বাস্থ্যতা কামনা ও নিহতদের স্মরণে দোয়া করা হয়।