গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই

138

জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন ভূপিন্দর সিং। ভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরবর্তী জটিলতা ভুগছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, এই শিল্পী কোলন ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন।

এই গায়কের স্ত্রী গায়িকা মিতালি সিং জানান, আট থেকে দশ দিন আগে এই গজল শিল্পীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মূত্রে সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন ভূপিন্দর সিং। মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।