‘খায়া কাজ নাই এমন একটা শ্রেণী চলচ্চিত্রে বিভাজন তৈরি করছে’

198

যাদের খেয়ে দেয়ে কাজ নেই এমন একটা শ্রেণী সিনেমায় বিভাজন তৈরি করছে বলে মন্তব্য করতেছেন চিত্রনায়ক ওমর সানী। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিএফডিসির এক অনুষ্ঠানে ওমর সানী বলেন, ‘একটা তো বিভাজন আছেই তাদের খায়া কোনো কাজ নেই, যারা আর্টিস্টও না, ডাইরেক্টরও না, প্রোডিউসারও না, কি যেন আল্লাহ-ই জানে। এই বিভাজনটা তৈরি করে রেখেছে। খায়া কাজ নাই এই ধরনের মধ্যেই মুই কি হনুরে এরকম একটা ব্যাপার আছে।’ বিএফডিসিতে বৃহস্পতিবার রায়হান রাফি পরিচালিত দহন ছবির ট্রেলার মুক্তি ও মিট দ্য প্রেসের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানেই অতিথির বক্তব্য এমন তোপ দাগেন এক সময়ের জনপ্রিয় এই নায়ক। ওমর সানী বলেন, ‘আমরা সবাই নিজে নিজের জায়গা থেকে চলচ্চিত্রের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো হচ্ছে না, কিংবা হচ্ছে। সম্প্রতি বেশ কিছু ভালো কাজ হয়েছে। এছাড়াও চলচ্চিত্রে পরিবর্তন আসছে। গতকাল একটা নির্বাচন হয়েছে। কংগ্রাচুলেশন আজিজ ভাই, কংগ্রাচুলেশন খোকন ভাই।’ ওমর সানী দহন চলচ্চিত্র সম্পর্কে বলেন, ‘ট্রেলার অসাধারণ মনে হয়েছে। এখন ব্যবসা ভালো হলেই হয়। ফারুক ভাইকে শুভেচ্ছা জানাই। আশা করছি তিনি মনোনয়ন পান, সংসদ সদস্য নির্বাচিত হয়ে চলচ্চিত্রের উন্নতি করবেন আমি আশা করছি। নব্বই দশকেএফডিসিতে আগে এরকম অনুষ্ঠান প্রায়ই হতো। এখন হয় না। কিছুদিন আগে সন্ধ্যায় হেঁটে যেতে ভয় লাগছিল। এতো নিরিবিলি- একা যে ভয় তো লাগবেই। আজ ফিল করছি অনেকটা ভালো।’ সিনেমার উন্নয়ন বিষয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করে ওমর সানী বলেন, ‘আমি আজিজ ভাইকে বলবো তিনি বাংলাদেশের টেকিনিশিয়ানদের যেন বেশি করে কাজে নিয়োগ দেন। আরও বেশি সিনেপ্লেক্স নির্মাণ হতে যাচ্ছে। আরও ভালো চলচ্চিত্র নির্মাণ হবে। এদেশের -আর্টিস্ট-টেকনিশিয়ানদের আজিজ ভাই নিশ্চই মূল্যায়ণ করবেন।’অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবার ও জাজ মাল্টিমিডিয়ার এক হয়ে যাওয়ার আভাস দিলেও তা শেষ পর্যন্ত হয়নি। এতে চলচ্চিত্র পরিবারের কোনও সদস্য উপস্থিত হয়নি। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও চিত্রনায়ক ফারুকের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তবে ভিডিও বার্তা দিয়ে ‘দহন’র জন্য শুভকামনা জানান এই কিংবদন্তি । ‘দহন’ সিয়াম-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারি মম। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।