ক্ষমতায় বসার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলায় রায়

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার ১০ দিন আগেই তার ঘুষ মামলার রায় হবে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম. মার্চান স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) এক আদেশে এ তারিখ নির্ধারণ করেন। শনিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  নিউ ইয়র্কের বিচারক জুয়ার এম. মার্চান ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ জানুয়ারি ঘুষ মামলার রায়ে তিনি ট্রাম্পকে জেল বা জরিমানার সাজা দেবেন না, বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দেবেন। আদেশে বলা হয়, ট্রাম্প সশরীরে বা ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন।  কারাদণ্ড বা অর্থদণ্ড না হলেও এই মামলায় আদালতের রায়ের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসাবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে ট্রাম্পকে। বিচারকের সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। পর্নো তারকাকে ঘুষকাণ্ডে নিউ ইয়র্কের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও কয়েক দফা পিছয়ে সর্বশেষ গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন। এই মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ট্রাম্প। কিন্তু তা খারিজ করে দিয়েছিলেন বিচারক জুয়ান এম. মার্চান।  এই মামলার রায়ের ফলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এটি মার্কিন ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হবে, যা রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। যুক্তরাষ্ট্রের আরো তিনটি রাজ্যে ফৌজদারি মামলায় ট্রাম্প অভিযুক্ত, যার মধ্যে রয়েছে গোপন নথি সংরক্ষণ এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টানোর প্রচেষ্টার অভিযোগ।