ক্রোয়েশিয়াকে জরিমানা, সাম্বা নাচতে চায় ব্রাজিল

114

শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে গুনে গুনে ৪ গোল দিলো ব্রাজিল, ৪ বারই হেলেদুলে নাচলেন নেইমার-ভিনিসিউসরা। এমন উদযাপন প্রতিপক্ষকে অসম্মান করতে নয়, এটা বোঝাতে ঘাম ছুটছে প্রধান কোচ তিতে ও খেলোয়াড়দের। এবার তারা নাচতে চায় ক্রোয়েশিয়ার সামনে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার, কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল।

এদিকে, রাতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে জরিমানার কবলে পড়তে হলো ক্রোয়োশিয়াকে। সার্বিয়ার বিপক্ষে খেলা ম্যাচে বিদ্বেষমূলক বার্তা ও জাতিগত উস্কানিমূলক আচরণের কারণে ক্রোয়েশিয়াকে এই জরিমানা করা হয়। ক্রোয়েশিয়াকে প্রায় ৫০ হাজার ৫৮০ ইউরো ও সার্বিয়াকে প্রায় ২০ হাজার ২৩০ ইউরো জরিমানা করেছে ফিফা। জানা গেছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ চলাকালেই ড্রেসিংরুমে কসোভোর জাতীয় পতাকা টানিয়ে বিদ্বেষমূলক বার্তা দিয়েছিল সার্বিয়া। আর গ্যালারি থেকে মাঠের খেলোয়াড়কে বাজে মন্তব্য করায় ক্রোয়েশিয়ার বিপক্ষে তদন্তে নেমে ব্যবস্থা নিলো ফুটবলের সবচেয়ে বড় এই সংস্থা।