ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা
টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করে ফেরার পরই বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেই চেক আজ হাতে পেয়েছেন নারী ফুটবলাররা। প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই ১ কোটি টাকা সমবণ্টন হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র প্রেরণ করতে বলা হয়েছে।