ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতির পদত্যাগ

80

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতি ক্রিস নেনজানি পদত্যাগ করেছেন। ২০১৩ থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সভাপতি পদে দায়িত্ব পালন করেন তিনি। সাত বছর বোর্ডের শীর্ষ পদে কাটালেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়েও হচ্ছিল সমালোচনা। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যে হতশ্রী পারফরম্যান্স করেছিল সেজন্য বোর্ড প্রধানের বিচক্ষণার অভাব দেখেছিল অনেকেই।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে ক্রিস নেনজানির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার পদত্যাগ করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে আজই তার পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশ করেছে সংস্থাটি।

বিবৃতিতে এসেছে, ‘নেনজানি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রসারের ক্ষেত্রে এবং সাফল্যের পথে এগিয়ে নিতে ও মনোযোগ ধরে রাখতে মূল্যবান নেতৃত্ব, বিচক্ষণ মনোভাব, সহায়তা ও দিকনির্দেশনা দিয়েছেন।’