ক্রিকেটে সূর্যোদয় আমিরাতের, কপাল পুড়লো যুক্তরাষ্ট্রের
বিশ্ব নারী ক্রিকেটে এক নতুন সূর্যোদয় ঘটাল সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে তারা। ২০২৫ থেকে ২০২৯ সালের চক্রের জন্য এই স্ট্যাটাস কার্যকর হবে। আর তাদের এই অর্জনে কপাল পুড়েছে যুক্তরাষ্ট্রের মেয়েদের। তাদের হটিয়েই ইউএই-এর মেয়েরা ইতিহাস গড়েছে। মূলত পারফরম্যান্সের ভিত্তিতেই মধ্যপ্রাচ্যের দেশটিকে সুখবর শুনিয়েছে আইসিসি। গেল পরশু সংস্থাটির ঘোষিত নতুন চক্রে ১৬টি নারী দলকে ওয়ানডে মর্যাদা দেয়া হয়েছে, যার মধ্যে পাঁচটি সহযোগী দেশ রয়েছে। তারা হলো থাইল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি (পিএনজি), স্কটল্যান্ড এবং নতুন সংযোজন হিসেবে সংযুক্ত আরব আমিরাত। টি টোয়েন্টিতে শক্তিশালী পারফরম্যান্স করেই ১৬তম দল হিসেবে যুক্ত হয়েছে তারা।