ক্যারিয়ারের প্রথম লাল কার্ডের পর দুই ম্যাচ নিষিদ্ধ নয়ার

জার্মান কাপে বায়ার্ন মিউনিখের গোলকিপার ম্যানুয়েল নয়ার প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন। গতকাল বৃহস্পতিবার লেভারকুসেনের বিপক্ষে খেলতে গিয়ে ডি-বক্সের বাইরে বেরিয়ে ফ্রিম্পংকে ফাউল করার পর রেফারি তাকে লাল কার্ড দেখান। এই ঘটনার পর ৩৮ বছর বয়সী নয়ার মাঠ ছাড়েন ১৭তম মিনিটে, যা তার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। এই লাল কার্ডের কারণে নয়ারকে আরও শাস্তি পেতে হয়েছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে, যার ফলে পরবর্তী দুটি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না। অধিনায়ককে হারানোর পর বায়ার্নের খেলা দুর্বল হয়ে পড়ে এবং ১০ জনের দলে পরিণত হওয়ায় লেভারকুসেন সুবিধা পায়। ম্যাচের ৬৯ মিনিটে টেল্লার গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে জয়লাভ করে জাবি আলোনসোর দল, ফলে বায়ার্ন টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।