কোয়ারেন্টাইনে থাকাদের সংখ্যা সাত দিনের মধ্যে কমবে : জেলা প্রশাসক

80

আগামী ৭ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকাদের সংখ্যা কমে আসবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বতর্মানে ৩৬৬ জন কোয়ারেন্টাইনে রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন-বর্তমানে যেহেতু বিদেশ থেকে লোক আসা বন্ধ রয়েছে সেহেতু হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা আর বাড়বে না। বরং যারা এক সপ্তাহ আগে থেকে রয়েছেন তারা আর কদিন পরই মুক্ত হবেন। বুধবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে জেলা প্রশাসক এসব কথা বলেন।
বর্তমানে তারা ভালো রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন- যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারা নির্দেশনা মেনেই থাকবেন। কেউ নির্দেশনা ভঙ্গ করে বাইরে বেরোলে সরকারের নির্দেশনা মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য বিভাগের সতর্কতামূলক বার্তাগুলো মেনে চলার জন্য তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান।