Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

কোহলি খেলা চালিয়ে যেতে চান আরও ১০ বছর

ফিটনেস ঠিক থাকলে আরও ১০ বছর ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে চান বিরাট কোহলি। ২৯ বছর বয়সী ফুটবলার বর্তমানে রয়েছেন সাফল্যের তুঙ্গে। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ৩০ সেঞ্চুরি করে ধরে ফেলেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে। নিজের ভবিষ্যত নিয়ে কোহলি বলেন, ‘আমরা অনেকেই জানি না কতদিন পর্যন্ত নিজেকে টানা যায়। ৭০ শতাংশই নিজেদের ক্ষমতাটা বুঝতে পারি আমরা। কখনও কখনও না বুঝেই টেনে যাই। যেমন, আমি এখন যে ভাবে অনুশীলন করছি সে ভাবেই চালিয়ে যেতে পারি তা হলে আরও ১০ বছর খেলতে পারব।’ কোহলির ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূলের স্তরের ক্রীড়া প্রতিভাদের স্কলারশিপ দেওয়া হয়। প্রতিবছর দু’কোটি টাকা করে ব্যয় করা হয়। ক্রিকেটের পাশে ভবিষ্যতেও থাকার প্রতিশ্রুতি দিয়ে কোহলি বলেন, ‘আমার জীবনে ক্রিকেট ছাড়া আর কিছু নেই। ক্রিকেটই আমাকে তৈরি করেছে। আর আমি যদি মানুষের কাছে পৌঁছতে পারি তা হলে খুব ভাল।’

Exit mobile version