কোরিয়ায় প্রথম ভারতীয় সিনেমার রিমেক

64

প্রথমবারের মতো কোরিয়ায় নির্মিত হচ্ছে ভারতীয় সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে ‘দৃশ্যম’। ২০১৩ সালে নির্মিত মালয়ালাম সিনেমা ‘দৃশ্যম’ এতোই দর্শকপ্রিয় হয়েছিল যে হিন্দিসহ ভারতের অনেক ভাষায় এর রিমেক করা হয়েছিল। গত বছরই আবার নতুন উন্মাদনা দেখা দিয়েছে অজয় দেবগন অভিনীত হিন্দি সিনেমা ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম-২’নিয়ে।

 

অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় অ্যান্থোলজি স্টুডিয়োর সহ-নির্মাতা তথা সাবেক ওয়ার্নার ব্রাদার্স-এর আধিকারিক জে চোইয়ের কণ্ঠেও শোনা গেল উচ্ছ্বাস। বললেন, এমন এক বিপুল সফল হিন্দি সিনেমাকে কোরিয়ান সংস্কৃতির রসে নতুন করে বানানোর সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। কাজের ক্ষেত্রেও ভারত আর কোরিয়ার মধ্যে এ ধরনের যৌথ প্রযোজনা এ প্রথম। এ যৌথতার মধ্যে আমরা দুই দেশের সেরাটুকু দিয়ে আসলটির মতোই দুর্দান্ত একটি সিনেমা বানানোর চেষ্টা করব।

বং জুন হো পরিচালিত অস্কারজয়ী কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’(২০১৯)-এর জনপ্রিয় অভিনেতা সং ক্যাং হো অভিনয় করবেন এ নতুন ‘দৃশ্যম’সিনেমায়। সিনেমার নাম কোরিয়ান ভাষায় কী হবে, তা অবশ্য এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।