কোরবানির পশু নির্দিষ্টস্থানে জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে মতবিনিময় সভা

544

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশু নির্দিষ্টস্থানে জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে, এতে প্রধান অতিথির বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব জাকীর হোসেন। সভায় ভিডিও চিত্রের মাধ্যমে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন খানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম তার উপস্থাপনায় জানান, জেলায় পশু কোরবানির জন্য ১ হাজার ৩শ’ ৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। গতবছর ৭৩ ভাগ নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করা হয়। এবছর শতভাগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার রাজস্ব জাকীর হোসেন বলেন, নিধারিত স্থানে সাইনবোর্ড, ব্যানার টাঙ্গাতে হবে।