কোভিড-১৯ নিয়ে ওআইসি ইসির ভিডিও কনফারেন্স আগামীকাল

114

কোভিড-১৯ মহামারীর সমস্যা সমাধানের প্রয়াসের অংশ হিসেবে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটি (ইসি) আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে একটি ব্যতিক্রম সভা করতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন অংশ নেবেন। কার্যনির্বাহী কমিটিতে আরও পাঁচটি সদস্য রাষ্ট্র- তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার রয়েছে। কোভিড-১৯ মহামারী প্রদূর্ভাব ছড়িয়ে পড়ার পর থেকে ওআইসি থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচারের একটি অংশ হিসেবে এই ভিডিও কনফারেন্স করা হবে।
ভিডিও কনফারেন্সে সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, সুরক্ষা এবং তাদের আর্থিক স্থিতিশীলতার উপর করোনাভাইরাস মহামারীর প্রভাবগুলো নিয়েই পর্যালোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।