কোপার ফাইনাল ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ
আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে কোপার এবারের আসরের। উরুগুয়কে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর কোপার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। এদিকে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে মেসি-ডি মারিয়ারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দল দুটির শিরোপা লড়াইয়ের ম্যাচটি। সেই ম্যাচের জন্য রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল, যেখান পাঁচজনই ব্রাজিলের রেফারি। ম্যাচটিতে অন-ফিল্ডে মূল রেফারির দায়িত্বে থাকবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফাইনাল ও তৃতীয় ম্যাচ নির্ধারণী ম্যাচের জন্য ম্যাচ অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।